অনেকেই মাঝে মাঝে জীবনসঙ্গীর ভুলগুলো সহ্য করতে গিয়ে বিরক্ত হয়ে যান। 'কেন
তার এমন ভুল হবে, কেন যে বুঝে না' -- এরকম প্রশ্ন মনে জেগে ওঠে। একটা কথা
কিন্তু মনে রাখতে হবে, কোন মানুষ ' পারফেক্ট' নয় পৃথিবীতে, বিয়ের সময় কেউ
আমরা নিখুঁত মানুষকে বিয়ে করিনা। আমরা সবসময় চেষ্টা করি নিজেদের উন্নত
করার। স্বামী-স্ত্রী তো একজন আরেকজনের 'চাদর', একে অপরের দ্বীনের অর্ধেক,
দ্বীনকে পূর্ণ করতে এই বন্ধন। দু'জন দু'জনের পরিপূরক। তাই, সঙ্গীর জন্য যতই
কষ্ট করবেন, ভালোবাসা দেবেন, যত্ন নিবেন -- মূলত আপনি আপনার জন্যই কাজ
করছেন, নিজেকেই সাহায্য করছেন। আল্লাহ তো আখিরাতে আমাদের প্রয়োজনের সময়টিতে
জীবনে করে যাওয়া প্রতিটি ভালো কাজের বিনিময় দেবেন, আমাদের সংসারটি হোক
তখন মুক্তি পাওয়ার একটি মাধ্যম। আল্লাহ অভাবহীন, দয়াময়, প্রেমময়, ক্ষমাশীল;
তার রাহমাতের ঝর্ণাধারা ঝরে পড়ুক আমাদের সংসারগুলোতে...
No comments:
Post a Comment