অনেক সংসারের অস্বাস্থ্যকর দাম্পত্য জীবন এবং সেইসূত্রে ভাঙ্গন পর্যন্ত হয় যার সূচনায় থাকে মূলত স্বামী-স্ত্রীর মাঝে কথোপকথন না হওয়া, দু'জনার মাঝে বন্ধুত্ব না থাকা। দু'জন কথাবার্তার তেমন কোন উপলক্ষ খুঁজে পান না কিংবা যখন আলাপ করে আনন্দ অনুভব করেন না তখনই এমন সমস্যার সূত্রপাত হয়।
সমস্যাটি একদিনে তৈরি হয় না। ক্রমাগত হতে হতে বড় আকার ধারণ করে। এই সমস্যা নিরসনে আপনার উচিত প্রতিদিন কিছু কাজ করা। প্রতিদিন একটু একটু করে সঙ্গীকে বিশেষ সময় দেয়া, তার সাথে আবেগ ভাগাভাগি করে নেয়া। একটু দুরত্ব সৃষ্টি হতে দিলে সেটা অনেক বড় দুরত্ব তৈরি করে দেয় কিছুকাল পরেই।
দু'জনার সম্পর্কে আপনার প্রতিদিনের কিছু 'investment' আপনাকে বিশাল 'profit' এনে দিবে। তাই, অন্তত কিছু কাজ করুন যা হবে আপনাদের মাঝে একটি বন্ধুত্ব সৃষ্টিকারী, আনন্দময় কথোপকথনের একটি কারণ। প্রেমময় ও ক্ষমাশীল আল্লাহ আমাদের সংসারগুলোতে বারাকাহ দিন, সেগুলোকে শান্তিময়তায় ভরিয়ে দিন...
দু'জনার সম্পর্কে আপনার প্রতিদিনের কিছু 'investment' আপনাকে বিশাল 'profit' এনে দিবে। তাই, অন্তত কিছু কাজ করুন যা হবে আপনাদের মাঝে একটি বন্ধুত্ব সৃষ্টিকারী, আনন্দময় কথোপকথনের একটি কারণ। প্রেমময় ও ক্ষমাশীল আল্লাহ আমাদের সংসারগুলোতে বারাকাহ দিন, সেগুলোকে শান্তিময়তায় ভরিয়ে দিন...
No comments:
Post a Comment