দাম্পত্য জীবনের সমস্যাগুলো যাকে তাকে বলে বেড়াবেন না

প্রতিটি দম্পতি তাদের বিবাহিত জীবনে কখনো না কখনো বিভিন্ন মাত্রার টানা-পোড়েনের মুখোমুখি হয়। দয়া করে দাম্পত্য জীবনের সমস্যাগুলো যাকে তাকে বলে বেড়াবেন না। এই কাজটা একেবারেই করবেন না, এটা অন্যায়। নিজের প্রতি অন্যায় এবং আপনার স্বামী/স্ত্রীর প্রতি অন্যায়। সর্বজ্ঞ আল্লাহ্ আজওয়াজাল স্বামী-স্ত্রীর সম্পর্ক বর্ণনা করার সময় বলেছেন, "তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ"। মনে রাখবেন, পোশাক আমাদেরকে আরাম, স্বস্তি ও পরিতৃপ্তি দেয়ার পাশাপাশি আমাদের দৈহিক ত্রুটি বা দুর্বলতাগুলোকেও ঢেকে রাখে!

হয়ত আপনি আপনার স্বামী/স্ত্রীর উপর যে কোন কারনেই হোক অসন্তুষ্ট বা হতাশ। যদি এমন হয় যে দুজন মিলে কোনভাবেই সেই সমস্যার সমাধান করতে পারছেন না। তাহলে বিশ্বাসী, অভিজ্ঞ এবং ঘনিষ্ঠ কাউকে একান্তে, গোপনে আপনার সমস্যা খুলে বলুন। এবং নিশ্চিত করুন যেন সেই ব্যক্তি এই ঘটনাটি সম্পর্কে গোপনীয়তা বজায় রাখতে সক্ষম হয়।

কোন একটা সমস্যা হলো, সাথে সাথে স্মার্টফোন দিয়ে ফেইসবুকে একটা স্ট্যাটাস পোস্ট করে বসলেন। এটা কোন 'স্মার্ট কাজ' না বরং 'ডাম্ব কাজ' হলো। এই ধরনের আচরণে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবেন আপনি নিজে! কারণ, ধীরে ধীরে মানুষ আপনার উপর থেকে শ্রদ্ধা হারাবে। আপনার এই ধরনের স্ট্যাটাস দেখে লোকে মনে মনে বলবে, "কি ধরনের ছেলে/মেয়ে এটা? নিজের স্ত্রী/স্বামী সম্পর্কে এইসব লেখে? ছিঃ!" আপনি হয়ত এই ধরনের স্ট্যাটাস পোস্ট করে লোকের সহানুভূতি চাইছেন, কিন্তু এইসব ক্ষেত্রে সহানুভূতির বদলে আপনি নিজের মর্যাদা হারাবেন। কিছু কিছু মানুষ পাবেন যারা আপনাকে 'আপু'/ 'ভাইয়া' সম্বোধন করে সস্তা কিছু মন্তব্য করবে, কিন্তু তারা প্রকৃতপক্ষে আপনার সমস্যার আগুনে ঘি ঢালবে!

আপনার বৈবাহিক জীবনের নিভৃত কথাগুলো যথাসম্ভব নিজেদের ভেতর সীমাবদ্ধ রাখুন। দয়া করে এটাকে পাবলিক স্পেকটাকলে পরিণত করে নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন না

-- সেফাত মাহজাবিন

জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি

[ড. এ পি জে আব্দুল কালামের জীবন থেকে নেয়া]

"যখন আমি ছোট ছিলাম, আমার মা আমাদের জন্য রান্না করতেন। তিনি সারাদিন প্রচুর পরিশ্রম করার পর রাতের খাবার তৈরি করতেন। এক রাতে তিনি বাবাকে এক প্লেট সবজি আর একেবারে পুড়ে যাওয়া রুটি খেতে দিলেন। আমি অপেক্ষা করছিলাম বাবার প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার জন্য। কিন্তু বাবা চুপচাপ রুটিটা খেয়ে নিলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন স্কুলে আমার আজকের দিনটা কেমন গেছে।

আমার মনে নেই বাবাকে সেদিন আমি কি উত্তর দিয়েছিলাম কিন্তু এটা মনে আছে যে, মা পোড়া রুটি খেতে দেয়ার জন্য বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন। এর উত্তরে বাবা মা'কে যা বলেছিলেন সেটা আমি কোনদিন ভুলব না। বাবা বললেন, 'প্রিয়তমা, পোড়া রুটিই আমার পছন্দ'। পরবর্তীতে সেদিন রাতে আমি যখন বাবাকে শুভরাত্রি বলে চুমু খেতে গিয়েছিলাম তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি কি আসলেই পোড়া রুটিটা পছন্দ করেছিলেন কিনা। বাবা আমাকে দুহাতে জড়িয়ে ধরে বললেন, "তোমার মা আজ সারাদিন অনেক পরিশ্রম করেছেন এবং তিনি অনেক ক্লান্ত ছিলেন। তাছাড়া একটা পোড়া রুটি খেয়ে মানুষ কষ্ট পায় না বরং মানুষ কষ্ট পায় কর্কশ ও নিষ্ঠুর কথায়। জেনে রেখো, জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি।"

আমি কোনক্ষেত্রেই সেরা না বরং খুব কম ক্ষেত্রেই ভাল বলা যায়। এ জীবনে আমি যা শিখেছি সেটা হচ্ছে, আমাদের একে অপরের ভুলগুলোকে মেনে নিতে হবে এবং সম্পর্কগুলোকে উপভোগ করতে হবে। জীবন খুবই ছোট; প্রতিদিন ঘুম থেকে উঠে অনুতপ্ত বোধ করার কোন মানেই হয় না। যে মানুষগুলো তোমাকে যথার্থ মূল্যায়ন করে তাদের ভালোবাসো আর যারা তোমাকে মূল্যায়ন করে না তাদের প্রতিও সহানুভূতিশীল হও।"

[হিল্লোল হায়াতুল হকের অনুবাদ, ফেসবুক থেকে সংগৃহীত]

মাঝে মাঝে সম্পর্কটাতে ভিন্ন মাত্রা নিয়ে আসতে হয়

​মাঝে মাঝে স্বামী-স্ত্রী সম্পর্কটাতে ভিন্ন মাত্রা নিয়ে আসতে হয়। ছোট ছোট কিছু কাজ আপনাদের মাঝে ভালোবাসাকে বাড়িয়ে দিবে, নতুন আবেগের জোয়ার নিয়ে আসবে। ধরুন আপনার হয়ত অনেকদিন আপনার জীবনসঙ্গীকে চিঠি লেখা হয় না। ছোট্ট কয়েকটি লাইনের একটা চিরকুট লিখে রাখুন --হতে পারে তার প্রতি আপনার আবেগের কথা, অথবা কোন ভুল করে ফেললে সেইটার স্বীকারোক্তি আর ক্ষমাপ্রার্থনার কথা। অনেকসময় এমনিতেই লিখতে পারেন। দু'টি লাইন লিখে রাখুন, এরপর একটু বুদ্ধি করে তার হাতে পৌঁছে দিন। এমনভাবে দেবেন, যেন এটি আপনাদের দু'জনের মাঝেই থাকে--আর কেউ দেখতে বা বুঝতে না পারে। চিরকুট লেখার বা দেয়ার মতন উপায় না থাকলে মোবাইলে মেসেজ পাঠিয়ে দিন। আপনার নাম্বার থেকে কয়েকটা শব্দ লিখে পাঠিয়ে দিন, যেই শব্দগুলো হয়ত আপনার আবেগ বয়ে নিয়ে যাবে আপনার প্রিয়জনের কাছে, আপনার জীবনসঙ্গীর কাছে -- যা পড়ে তিনি বুঝবেন আপনি এখনো তার কাছে এমন একজন যা তার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই ছোট্ট অনুভূতিটা আপনি তাকে দিলে দেখবেন বিনিময়ে আপনি আরো বেশি ভালোবাসা ফিরে পাবেন। আর হ্যাঁ, আমাদের হৃদয়গুলোতে ভালোবাসা তৈরি করে দেয়ার মালিক আল্লাহ। তিনি গাফুরুল ওয়াদুদ, প্রেমময় ও ক্ষমাশীল। আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আপনাদের মাঝে ভালোবাসা বাড়িয়ে দেন, শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাদের পবিত্র সম্পর্কটিকে রক্ষা করেন।

দু'জনার আবেগের দুরত্ব যখন বিপদের কারণ

​​অনেক সংসারের অস্বাস্থ্যকর দাম্পত্য জীবন এবং সেইসূত্রে ভাঙ্গন পর্যন্ত হয় যার সূচনায় থাকে মূলত স্বামী-স্ত্রীর মাঝে কথোপকথন না হওয়া, দু'জনার মাঝে বন্ধুত্ব না থাকা। দু'জন কথাবার্তার তেমন কোন উপলক্ষ খুঁজে পান না কিংবা যখন আলাপ করে আনন্দ অনুভব করেন না তখনই এমন সমস্যার সূত্রপাত হয়।

সমস্যাটি একদিনে তৈরি হয় না। ক্রমাগত হতে হতে বড় আকার ধারণ করে। এই সমস্যা নিরসনে আপনার উচিত প্রতিদিন কিছু কাজ করা। প্রতিদিন একটু একটু করে সঙ্গীকে বিশেষ সময় দেয়া, তার সাথে আবেগ ভাগাভাগি করে নেয়া। একটু দুরত্ব সৃষ্টি হতে দিলে সেটা অনেক বড় দুরত্ব তৈরি করে দেয় কিছুকাল পরেই।

দু'জনার সম্পর্কে আপনার প্রতিদিনের কিছু 'investment' আপনাকে বিশাল 'profit' এনে দিবে। তাই, অন্তত কিছু কাজ করুন যা হবে আপনাদের মাঝে একটি বন্ধুত্ব সৃষ্টিকারী, আনন্দময় কথোপকথনের একটি কারণ। প্রেমময় ও ক্ষমাশীল আল্লাহ আমাদের সংসারগুলোতে বারাকাহ দিন, সেগুলোকে শান্তিময়তায় ভরিয়ে দিন...

স্বামী-স্ত্রীর সম্পর্কে ক্লান্তি ও বিরক্তি যখন আসে

​​​​বিয়ের পর থেকেই আপনার অস্তিত্বের সাথে আরেকটা মানুষ জুড়ে রয় প্রায় প্রতিটি মূহুর্তেই। উপস্থিতিতেই থাকুন বা অলক্ষ্যেই থাকুন অপরজন আপনার সত্ত্বার সাথে মিশেই থাকেন। স্বামী-স্ত্রী হওয়া এই দু'জন মানব-মানবী পরস্পরের পরিপূরক। একজন মানুষ ব্যক্তিগতভাবে যতই অসাধারণ হন না কেন, সৃষ্টিগতভাবে তার যেই সীমাবদ্ধতাগুলো, সেগুলোকে ঢেকে রাখেন সেই প্রিয়জনটি, তিনি আপনার শারীরিক-মানসিক-আত্মিক অভাবগুলোকে মেটাতে সাহায্যকারী হবার যোগ্যতা রাখেন। কিন্তু তবুও, মাঝে মাঝে সম্পর্কটির অনেক কিছুর কথা ভেবেই নিজেকে যেন অনেক ক্লান্ত মনে হয়। মনে হতে পারে-- এত সব কষ্ট, এত আবেগ আর পরিশ্রম আমার কি বিফলে যাচ্ছে? এরকম ক্লান্ত-শ্রান্ত হওয়া অনুভূতিগুলোকে ভুল বুঝবেন না, এটা মানবিক। তবে এরকম ক্লান্তির সাথে ভর করে শয়তান কাজ করবে আপনার উপরে। দাম্পত্য জীবনটাকে নিপুণ জীবন ধরে নিবেন না দয়া করে। এই জীবনটা গড়ে নেয়ার, দু'জনে মিলে গড়ে তোলার।

জীবনসঙ্গীর জন্য আপনি ক্রমাগত অনেক পরিশ্রম করেন...আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামী/স্ত্রীর জন্য যে কষ্টটুকু,খরচটুকু আপনি করেন তার উত্তম প্রতিদান আল্লাহ নিশ্চয়ই দিবেন। কিন্তু তাই বলে মানসিক বা শারীরিক টায়ার্ডনেসের ফলে অপরজনের উপরে বিরক্তি বা নিজেদের সংসার বা সম্পর্কের উপরে বিরক্ত যদি হয়ে পড়েন--তাহলে মনে রাখবেন আপনি শয়তানের পাতা ফাঁদে পা দিয়েছেন। মনে রাখবেন, এই মন এবং শরীরের স্রষ্টা যিনি--তার কাছেই শক্তি চাইতে হবে। আপনার স্বামী/স্ত্রীও দুর্বল;তিনিও একজন ভুলত্রুটি মেশানো একজন মানুষ। সম্পর্ককে তাজা রাখতে তাই আপনার নিজেরও তাজা থাকা প্রয়োজন। অনেকসময় আপনার নিঃশব্দ আলিঙ্গনটুকু আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে অনেকখানি আশ্বস্ত করে, শক্তিশালী করে। সম্ভব হলে এই কাজটুকু কেন করবেন না?

যখন পরিশ্রান্ত লাগবে, আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনার অন্তরকে, শরীরকে, মনকে উদ্দীপ্ত করে দেন। দোয়া করুন যেন আল্লাহ আপনাদের দু'জনকে দু'জনার চক্ষুশীতলকারী সঙ্গী হিসেবে কবুল করেন। শয়তানের কুমন্ত্রণা থেকে সাবধান থাকবেন। স্বামী-স্ত্রীর পবিত্র সম্পর্কে ফাটল ধরিয়ে শয়তান একেকজনকে হতাশ করে দেয়, যা আরো অনেক পাপকাজের সূচনা করে। আল্লাহ আমাদের পরিবারগুলোতে শান্তির সুবাতাস বইয়ে দিন। আল্লাহ আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কগুলোকে শয়তানের কুমন্ত্রণা ও খারাপ মানুষের হিংসা থেকে রক্ষা করুন। আল্লাহ তো প্রেমময় ও ক্ষমাশীল।

একই প্রাণ, একই আত্মা কেবলই গল্প-উপন্যাস -মুভির বিষয়

​​যখন আপনার স্বামী/স্ত্রীর সাথে আপনার মতপার্থক্য হবে, বুঝবেন এটাই স্বাভাবিক। দু'জন মানুষের মাঝে খুব বেশি মিল থাকা সম্ভব হয় না কখনো। একই প্রাণ, একই আত্মা -- এইসব কেবলই গল্প-উপন্যাস -মুভির বিষয়। বাস্তব জীবনে আপনাদের অতীত আলাদা, আপনাদের চিন্তার ধরণ আলাদা, আপনাদের শৈশব-কৈশোর আলাদা। এই ভিন্নতার পরেও দু'জনে দু'জনার খুব কাছের মানুষ কেননা আপনারা দু'জনে একসাথে হয়েছিলেন দুইজনের সত্ত্বা হারিয়ে এক হয়ে মিশে যেতে নয়, বরং দু'জন পাশাপাশি একটি অভিন্ন লক্ষ্যে যাত্রা করতে। আর জান্নাতে যাওয়ার সেই প্রচেষ্টা মৃত্যু পর্যন্ত আপনি ছেড়ে দিবেন না নিজের স্বার্থেই, তাইনা? স্বামী-স্ত্রী দু'জনের কিছু ভিন্নতা কিন্তু প্রত্যেকের জীবনে ভারসাম্য তৈরি করে দেয়। মনোমালিন্য হলে সেই দুরত্বটুকুকে জোড়া লাগাতে উদ্যোগ নিয়ে ফেলুন। নিজে থেকে সমস্যা সমাধান করতে প্রথমে এগিয়ে আসলে যদি তখন মনের মাঝে জেগে ওঠা পরাজিত হবার টনটনে অনুভূতি, অহং বা দেমাগকে এই সুন্দরতম সম্পর্কতে হিসেবে নিয়ে আসেন তবে আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এই সম্পর্কটার গোটাটাই আপনার --জীবনসঙ্গীর ভালো থাকা আসলে আপনারই ভালো থাকা। তাই দু'জনের ভিন্নতাটুকুকে গ্রহণ করে নিন এবং অপরজনকে স্বস্তি দিতে একটু যদি স্যাক্রিফাইস করতেই হয়, তবে করে ফেলুন। দেখবেন এটুকুর কারণে আপনি যেই আনন্দ আর শান্তি উপভোগ করবেন তা আপনার ওটুকু কষ্টকে ভুলিয়ে আপনাকে অদ্ভুত সুন্দর অনুভূতি দিবে। সুন্দর দাম্পত্য জীবনটা রেডিমেড পাওয়া যায় না, তাকে তিলে তিলে গড়ে নিতে হয়। গড়ে ওঠা সেই শান্তির বাড়ির কারিগর কিন্তু মূলত আপনিই! জ্বি, আপনি এবং আপনারা দু'জন...

রাগারাগি করে আমরা আমাদের পরিবারের শান্তিকে ধ্বংস করি

​​
​​​​​​জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সাথে রাগারাগি করে আমরা আমাদের শান্তিকে ধ্বংস করি। রাগ হলে শয়তান আপনার উপরে আধিপত্য বিস্তার করতে শুরু করে। ছোট্ট একটা ব্যাপারকে আপনার কাছে অনেক বড় মনে হবে,  আপনি এমন সব কথা বলে বসবেন যা হয়ত ভুল করে ফেলা আপনার স্বামী বা স্ত্রীর অন্তরকে এফোঁড়-ওফোঁড় করে দেবে। আপনার রাগের মাথায় বলে ফেলা কথা আপনার মাঝে দুরত্ব তৈরি করে দিবে, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ কমিয়ে দিবে। এমন সব স্মৃতির জন্ম দিবে দু'জনের মনের মাঝে যা পরবর্তীতে বুকে কাঁটা হয়ে বিঁধবে। তাই রাগ করবেন না। সমস্যা তৈরি হলে আলোচনা করুন।

স্বামী-স্ত্রীর সম্পর্কে চিড় ধরাতে পারলে শয়তান প্রচন্ড আনন্দিত হয়, সে এমন প্রচেষ্টায় লিপ্ত থাকে যেন ছোট্ট ভুলকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী রাগারাগি করে পারস্পরিক অশান্তি তৈরি করে এবং ফলশ্রুতিতে যেন বড় বড় অন্যায় এবং পাপের জন্ম হবার সুযোগ তৈরি হয়। আল্লাহর কাছে সবসময় দোয়া করুন যেন আল্লাহ আপনাদের সম্পর্ককে যাবতীয় অকল্যাণের হাত থেকে রক্ষা করেন। রাগ হলে কথা না বলে সংযত হোন। আপনার পছন্দ/অপছন্দ এবং ইগোর চেয়ে আপনাদের সম্পর্কটিকে মূল্য দিন। চিৎকার করবেন না, বাজে শব্দ ব্যবহার করবেন না। মনে রাখবেন, রাগান্বিত হয়ে আপনি যা করবেন সবই অকল্যাণকর হবে। আল্লাহ আমাদের রাগ সংযত করার তাওফিক দান করুন। আল্লাহ আমাদের পরিবারগুলোকে অন্যায় ও অকল্যাণের হাত থেকে সুরক্ষিত রাখুন।

একটা সুখী দাম্পত্য জীবন খুব সহজ কাজ নয়

একটা সুখী দাম্পত্য জীবন পাওয়া খুব সহজ কাজ নয়। দু'টি ভিন্ন মানুষ, ভিন্ন প্রাণ, ভিন্ন পরিবার, ভিন্ন মন হলেও কিছু মিল নিয়ে সংসার  এগিয়ে চলে। সংসারে দু'জন স্বামী-স্ত্রীর মাঝে তৃতীয়জন হলো শয়তান যে সবসময় সম্পর্কে ভাঙ্গন ধরাতে চায়, রাগিয়ে দিতে চায়, স্বামী বা স্ত্রীকে পাপকাজে নিমজ্জিত করে তাদের পবিত্র সম্পর্কে অপবিত্রতা প্রবেশ করাতে চায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছে সাহায্য চাওয়া খুব প্রয়োজন। প্রতিদিন অনেকবার করে আল্লাহর কাছে দোয়া করা উত্তম যেন তিনি এমন স্বামী/স্ত্রী ও সন্তান দান করেন যাদের দেখে আপনার হৃদয় শীতল হয়, চোখ জুড়িয়ে যায়, অন্তরে শান্তি অনুভব করবেন। আল্লাহর কাছে দোয়া করা উচিত নিজের ঈমানের বৃদ্ধির জন্য, সৎকাজের জন্য, হালাল রিযিকের জন্য। যেকোন কিছুর মাঝে সেরা জিনিসগুলো তো মূল্যবান ও কষ্টার্জিতই হয়, তাইনা?

সংসার জীবনে ভালোবাসাকে প্রাণবন্ত করে রাখতে হয়

সংসার জীবনে ভালোবাসাকে প্রাণবন্ত করে রাখতে হয়, ঠিক যেমন সুঘ্রাণময় ফুলকে আপনি পানি দিয়ে আরো বেশি জীবন্ত করে রাখেন। দু'জন দু'জনকে জেনে-বুঝে তবেই তো সঙ্গী করেছিলেন। সেই মানুষটি আপনার জন্য তার সবটুকু নিয়ে সংসার বেঁধেছেন। ঘরে বাইরে যত রকম অভিজ্ঞতা হোক, হৃদয়ের প্রিয়তম কুঠুরিটা আপনার জন্যই তিনি বরাদ্দ রেখেছেন। সন্দেহ আর অভিমানটুকু তুলে রেখে বাসুন না হয় আরেকটু ভালো। আপনার ভালোবাসা আপনাকে ছোট করে দিবে না। আপনার ভালোবাসা তার কাছে আপনার ওজন কমিয়ে দিবে না। ভুলত্রুটিটুকু এড়িয়ে যদি আপনি তাকে আরো ভালোবাসেন, সেটা আপনাকে তার কাছে সম্মানিত এবং আরো প্রিয় করবে। আপনি ভালোবাসা পাওয়ার একটি পথ তৈরি করতে পারলেন...

কী পাওয়া উচিত ছিলো সেই হিসেবের চেয়ে কী কী দেওয়া উচিত সেই হিসেব করলে সংসার জীবনটা অনেক বেশি মধুর হয়। আল্লাহকে খুশি করতে কষ্ট করলে তিনিই ইনশা আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। হৃদয়গুলোর মালিক তো কেবলই আল্লাহ, তাইনা?

পরস্পরের প্রতি চাওয়া ও ভালোবাসা নিয়ে একটা সুন্দর কিউট চিঠি!

​​এক সুন্দর দম্পতির পরস্পরের প্রতি চাওয়া ও ভালোবাসা নিয়ে একটা সুন্দর কিউট চিঠি! <3
...

তোমাকে জীবনের সাথে যেদিন থেকে বেঁধে নিয়েছি সঙ্গী করে, প্রতিদিন দোয়া করি--

তুমি যেন সুস্থ থাকো, যেন শান্তি পাও তোমার জীবনে।
আল্লাহ যেন তোমাকে জান্নাতী হবার যোগ্যতা দেন।
আমি যেন তোমার দেখাশোনা ও সেবা করতে পারি।
আমি যেন তোমার সহযোগীর দায়িত্বটুকু পালন করতে পারি।
আমি যেন তোমার হাসিমুখ থাকার কারণ হতে পারি।
আমি যেন তোমার সাথে খারাপ আচরণ না করি।
আমি যেন তোমার চোখের অশ্রু না ঝরাই।
যেন দু'জন দু'জনার সাথে রাগ করে শয়তানকে খুশি না করি।
আমি যেন তোমার সাথে অন্যায় না করি।
আল্লাহ যেন আমাদের সুসন্তান দান করেন।
আমাদের সন্তানেরা যেন দুনিয়ার জন্য কল্যাণস্বরূপ হয়।
আমাদের সন্তানেরা যেন মু'মিন, মুত্তাকী ও মুজাহিদ হয়।
আমরা যেন হায়াতান তাইয়্যেবা লাভ করি।
আমরা যেন দু'জন দু'জনার ঈমান বৃদ্ধি হবার কারণ হই।
আল্লাহ যেন জান্নাতেও আমাদেরকে একসাথে থাকার তাওফিক দেন।
আল্লাহ যেন আমাদের উপরে সন্তুষ্ট থাকেন।

দাম্পত্য জীবনের খুব সুন্দর একটা মূহুর্ত

দাম্পত্য জীবনের খুব সুন্দর একটা মূহুর্ত হলো, যখন আপনাদের নীরবতাটুকুর মাঝেও আপনার জীবনসঙ্গীর অনেক কথা আপনি বুঝতে পারেন... সুবহানাল্লাহ!

যখন আপনার স্বামী/স্ত্রী কিছু মুখ ফুটে বলার আগেই আপনি বুঝে যান কী বলবে সে, সেই মূহুর্তটা খুব অসাধারণ, তাইনা? এমন কিছু ভালোবাসা আমরা খুঁজে পাই নিত্যদিনের নানান দায়িত্ব আর কাজের মাঝে। আল্লাহ আমাদের সংসারগুলোকে প্রশান্তির আবাস করে দিন।

আপনার জীবনসঙ্গীকে আপনি ভালোবাসেন, এই কথাটা শেষ কবে বলেছেন?

​আপনার জীবনসঙ্গীকে আপনি ভালোবাসেন, এই কথাটা শেষ কবে বলেছেন? ছোট্ট অভিমান, কিছু বিরক্তি কিংবা অপূর্ণতাকে পুঁজি করে তাকে আপনার ভালোবাসার কথা বলা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কে জানে, এমনো তো হতে পারে হয়ত আপনি তাকে "আমি তোমাকে ভালোবাসি" কথাটা বলার আরেকটা সুযোগ পাবেন না। ভালোবাসার মানুষটিকে ভালোবাসার কথা বলুন, শুধু তার কাছ থেকে কিছু পেতে চেয়ে নয়, বরং বলুন আপনার নিজের জন্যই। আপনি যখন ভালোবাসবেন, তখন নিজেকে অভিমান, রাগ, ক্ষোভের কারাগার থেকে নিজেকে মুক্তি দিতে পারবেন। আপনার ভালোবাসার কথা ও আবেগ আপনার কাছে ভালোবাসা ফিরিয়ে দেবে। আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীকে দিনে অন্তত একবার বলুন যে তাকে আপনি ভালোবাসেন। ভালোবাসা এবং ভালোবাসার কথা আমাদের আত্মবিশ্বাসী করে তোলে, প্রিয়জনদের প্রতি ভালোবাসা আমাদেরকে মুক্তির প্রশান্তিময় অনুভূতি দেয়।

দাম্পত্য জীবনে সুখী হবার একটা উপায়

অমিলগুলোর দিকে তাকিয়ে অশান্তি করে নয়,
পারস্পরিক মিলগুলো থেকে আনন্দ খুঁজে পাওয়া দাম্পত্য জীবনে সুখী হবার একটা উপায়...

সম্পর্ক টিকে থাকে জটিল সময়ে ধৈর্য ও ভালোবাসায়

​​একবার এক দম্পতিকে জিজ্ঞাসা করা হলো তারা কীভাবে একসাথে ৬০ বছর কাটিয়েছিলেন। তারা উত্তর দিয়েছিলেন,  আমরা যে সময়টাতে জন্মেছিলাম তখন কোন কিছুতে সমস্যা দেখা দিলে তার মেরামত করে সারিয়ে নিতাম, ছুঁড়ে ফেলে দিতাম না।

আপনাদের সম্পর্কটি খেয়াল করুন। দেখবেন প্রতিদিনই হয়ত নিত্যনতুন কিছু সমস্যা আসবে। কিন্তু আল্লাহকে স্মরণ রেখে, তার কাছে সাহায্য চেয়ে বিষয়গুলো দু'জনে মিলে আলাপ করুন। ভালোবাসার এই সম্পর্কটিতে অপরজনের কাছে ছোট হবার মতন কিছু নেই কেননা সংসার আপনাদের দু'জনের মিলেই। আপনিই বরং আগে ক্ষমা চেয়ে নিন, তার প্রতি আপনার ব্যাকুলতার কথাটি বোঝান। আপনি ভালো থাকা মানে তিনি ভালো থাকা, তার ভালো থাকাও আপনার ভালো থাকা।

সমস্যা হলে সমাধান করার কথা ভাবুন। দেখবেন ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে যেকোন পরিস্থিতিই সামাল দিতে পারবেন দু'জনের মাঝে। শয়তান খুবই খুশি হয় দাম্পত্য সম্পর্কে অশান্তি তৈরি করতে পারলে। খেপে যাবেন না। আল্লাহর কাছে সাহায্য চান, মাথা ঠান্ডা রাখুন। ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে পরিস্থিতি মোকাবেলা করুন। দেখবেন ছোট ছোট সমস্যাগুলো কাটিয়ে উঠে আপনার স্বামী/স্ত্রীকে আপনি আরো বেশি ভালোবাসবেন। আল্লাহ আমাদের পরিবারগুলোতে শান্তি দান করুন।

সমস্যা কিন্তু কখনই তোমার এবং আমার মাঝে নয়

এক ভাই বলেছিলেন, আমার বিয়ের পরে একটা ব্ল্যাকবোর্ডে একদিকে আমার এবং আমার স্ত্রীর নাম এবং অন্যদিকে শয়তানের নাম লিখলাম। এরপর আমার স্ত্রীকে বললাম, "সবসময় মনে রাখবে, আমাদের মধ্যে যখনই কোন সমস্যা তৈরি হবে, সেটা কিন্তু আমাদের দু'জনের সাথে এইটার যুদ্ধ; কখনই তোমার এবং আমার মাঝে নয়।"

[সংগৃহীত ও অনূদিত]

সংসারে ভালোবাসার বন্ধন

​​​​​​আপনি যখন আল্লাহকে খুশি রাখতে আপনার স্বামী বা স্ত্রীকে ভালোবাসবেন, তখন আপনি কিন্তু সে কেমন করে রেস্পন্স করছে আপনার কেয়ারগুলোর, আপনার ভালোবাসাটুকুর, আপনার আবেগ আর সচেনতনতাটুকুর -- সেটা হিসেব করবেন না। ভালোবাসা জিনিসটাই এমন যে তা কোন ফিডব্যাক দাবী করে না। রিপ্লাই আশা করলে সেটা তখন "বিনিময়" হয়ে যায়। আপনার প্রিয় মানুষটিকে ভালোবাসুন আপনার নিজের জন্যই। তবে এটা ঠিক, আল্লাহর জন্য যখন কাউকে ভালোবাসবেন, তখন আল্লাহ আপনার অন্তরে প্রশান্তি দিবেন। হয়ত তিনি আপনাদের হৃদয়ে এমন ভালোবাসার বন্ধন তৈরি করে দেবেন যা শতবর্ষ চেষ্টাতেও কারো তৈরি করা সম্ভব হয় না।

মনে রাখবেন, ভালোবাসা সৃষ্টির মালিক আল্লাহ। তিনিই হৃদয়গুলোতে ভালোবাসার বীজ বপন করে দেন, অতঃপর তাকে বেড়ে ওঠান। ভালোবাসার বন্ধনগুলোর মাঝে আল্লাহ থাকুক কেন্দ্রবিন্দুতে। তাহলে খুব ভালো সময়টাতেও আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবেন, আবার টানাপোড়েন চলে আসলেও আপনি আঘাতে ও কষ্টে দিগ্বিদিক জ্ঞানশূণ্য হয়ে যাবেন না, আল্লাহর উপরেই নির্ভর করবেন। যিনি কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখেন, তিনি কম ক্ষতিগ্রস্ত হন। ধৈর্যশীল মানুষরা জানেন এই সময়টা কেটে গেলেই তিনি আবার সব গুছিয়ে এগিয়ে যেতে পারবেন। আল্লাহ গাফুরুল ওয়াদুদ, তিনি প্রেমময় ও ক্ষমাশীল। আল্লাহ যেন আমাদের সংসারগুলোতে শান্তি ও নিরাপত্তা দান করেন।

​​সুখী দাম্পত্য জীবনের জন্য প্রয়োজনীয় ২০ টিপস

​​সুখী দাম্পত্য জীবনের জন্য কিছু প্রয়োজনীয় টিপস জেনে নিন-

১) একে অপরকে জানিয়ে দিন যে আপনারা পরস্পরকে ভালোবাসেন।
২) একই সময়ে দু'জন একসাথে রেগে যাবেন না।
৩) সমালোচনা যদি করতেই হয়, ভালোবাসা দিয়ে বলুন।
৪) পুরোনো ভুলগুলোকে তুলে আনবেন না।
৫) কোন তর্ক জিইয়ে রেখে ঘুমাতে যাবেন না, সমাধান করে নিন আগেই।
৬) একে অপরকে উপেক্ষা করার পরিবর্তে বরং গোটা দুনিয়াকে আগে উপেক্ষা করুন।
৭) দিনে কমপক্ষে একবার একসাথে সালাত আদায় করুন।
৮) মনে রাখবেন, সকল সফল স্বামী বা স্ত্রীর পেছনে একজন শ্রান্ত পরিশ্রমী জীবনসঙ্গী থাকে যে সবকিছু ভুলে একটানা কাজ করে যায় অপরজনকে সচল ও সতেজ রাখতে।
৯) মনে রাখবেন, ঝগড়া করতে দুই জনের প্রয়োজন হয়।
১০) আপনি যখন কোন ভুল করে ফেলবেন, তা স্বীকার করে নিন।
১১) দিনে অন্তত একবার আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীর প্রশংসা করুন কিংবা তাকে ভালোবেসে দয়ামাখা গলায় কথা বলুন।
১২) আপনার স্বামী/স্ত্রী বিছানায় যাওয়ার পর আপনি বিছানায় যেতে ১০ মিনিটের বেশি বিলম্ব করবেন না।
১৩) আপনার জীবনসঙ্গী যখন কিছু বলে, তা মন দিয়ে শুনুন।
১৪) মনে রাখবেন, আপনার স্বামী/স্ত্রী কিন্তু একটা ক্রিকেট বা ফুটবল ম্যাচ, মুভি, সিরিয়াল, ইউটিউব ভিডিওর চেয়ে বেশি মূল্যবান।
১৫) আপনার সঙ্গিনী/সঙ্গী যখন নতুন কোন পোশাক পরে তথবা তার চুল ভিন্নভাবে আঁচড়ায় তখন খেয়াল করুন।
১৬) আপনাদের বিবাহবার্ষিকী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিনগুলোকে স্মরণ রাখতে চেষ্টা করুন।
১৭) আপনাদের পক্ষ থেকে আপনার সঙ্গী কাউকে কোন উপহার দিলে বা কোন কাজ করে দিলে আপনার পক্ষ থেকে তাকে ধন্যবাদ দিন।
১৮) যিনি দেরিতে ঘুম থেকে উঠবেন, বিছানা গুছিয়ে রাখুন।
১৯) আপনার স্বামী/স্ত্রীকে যদি ক্লান্ত-পরিশ্রান্ত দেখায় তবে তা লক্ষ্য করুন এবং তার জন্য কিছু করুন।
২০) আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীকে কখনো সমালোচনা করে আহত করবেন না এবং জনসমক্ষে কখনো তাকে অপমান করবেন না।

[রুকাইয়া ওয়ারিস মাকসুদের 'The Muslim Marriage Guide' বইটির ৬৫-৬৬ পৃষ্ঠার আলোচনার আলোকে রচিত]

# এরকম আরো কিছু টিপস পেতে চাইলে দেখুন: www.dampotto.blogspot.com

দাম্পত্য জীবনের প্রদর্শনী সোশাল নেটওয়ার্কে করবেন না

আপনার দাম্পত্য জীবনের সুখের প্রদর্শনী অনুগ্রহ করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতন সোশাল ওয়েবসাইটে করবেন না। নিজেদের আনন্দের সময়ের ছবি আপলোড না করাই উত্তম। আপনার আনন্দ-ভালোলাগা-সুখকে নিজেদের মাঝেই রাখুন, দু'জনে মিলেই উপভোগ করুন। মনে রাখবেন, মানুষের বদনজর তখন কিন্তু আপনার দিকে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। বদনজরের ব্যাপারটা কিন্তু সত্য। আশা করি আগ্রহ করে কেউ ক্ষতিগ্রস্ত হতে চান না...

একইভাবে আপনার লাইফ পার্টনারের খারাপ বিষয়গুলো সরাসরি বা আকারে ইংগিতে ফেসবুকে-টুইটারে উল্লেখ করবেন না। শয়তান আপনার এই কাজটুকুকে কতভাবে যে টুইস্ট করে অন্যের মনে ঢুকিয়ে আপনার জীবনে একে বড় দুর্যোগে পরিণত হবার কারণ করতে পারে। সোশাল নেটওয়ার্কে দাম্পত্য বিষয়গুলো উল্লেখ করার আগে অনেকবার ভেবে নিন। দায়িত্বহীন কাজের ফল মানুষকে ভোগ করতেই হয়।

অন্যদের সামনে স্ত্রীকে বা স্বামীকে অপমান করবেন না

অন্যদের সামনে স্ত্রীকে বা স্বামীকে অপমান করবেন না। তার অসম্মান হয় এমন কথা সবার সামনে বলবেন না। মনে রাখবেন, তিনি আপনার দ্বীনকে পূর্ণ করেছেন। তিনি আপনার সংসারের সহযোগী, সহযাত্রী, বন্ধু। তার অসম্মান হলে বা সম্মানহানি হলে সেই কালিমা আপনার গায়েও এসে লাগবে।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন, যেন তাদের প্রতি আমরা হিংষা-বিদ্বেষ ও শত্রুতা পোষণ না করি তা শিখিয়েছেন।

ইগো বা অহং সংসারকে ধ্বংস করে

আপনার স্বামী বা স্ত্রী হয়ত আপনার সাথে এমন কথা বলেছেন কিংবা আচরণ করেছেন যা আপনার বেশ গায়ে লেগেছে, তবু যখন আপনি রাগ দেখিয়ে, জেদ প্রকাশ করে তাকে পালটা আহত করছেন না -- এর অনেকগুলো কারণের একটি হলো, আপনাদের সম্পর্কটাকে আপনি আপনার অহং বা ইগোর চাইতে উপরে স্থান দিচ্ছেন।

অভিজ্ঞরা বলেন, বেশিরভাগ দাম্পত্য সম্পর্কের ফাটল দেখা দেয় মূলত সূক্ষ্ম কিছু অমিল আর ঘটনাকে কেন্দ্রে করে যা বিবর্ধিত হতে হতে ভয়াবহ আকার ধারণ করে যার একটি প্রধান কারণ অহংবোধ বা ইগো।

সমাধানের আগ্রহ নয়, দু'জনার সম্পর্কটাকে বড় করে দেখা নয় বরং যখন নিজেকেই বেশি বড় করে দেখা হয়, তখন সম্পর্কে বিষ ঢুকে পড়ে। অহংবোধ স্বামী-স্ত্রীর মাঝে সমস্যাগুলোর সমাধানের আগ্রহটুকুও নষ্ট করে ফেলে। আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা) আমাদেরকে অহংবোধ থেকে মুক্তি দিন, জীবনসঙ্গীর প্রতি আন্তরিকভাবে কর্তব্য করে যাওয়া, দু'জনে মিলে সংসারটিকে সুন্দর করে গড়ে তোলার ও নিজেদের মাঝে সহমর্মিতা গড়ে তোলার তাওফিক দিন। 



https://www.facebook.com/dampotto.life

সম্পর্ক ও তর্ক

যারা নিজেদের সম্পর্ক ভেঙ্গেচুরে হলেও তর্কে জিততে চায় তারাই সবচাইতে বোকা ও অপরিণত মানুষ।

যারা তর্কে হেরে হলেও নিজেদের সম্পর্ককে উপরে তুলে রাখে তারাই বুদ্ধিসম্পন্ন ও পরিণত মানুষ।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের এমন জীবনসঙ্গী/জীবনসঙ্গিনী দান করুন যারা আমাদের চোখের জন্য শীতলতাকারী হবে, আমাদের প্রশান্তি আনয়নকারী হবে। আমিন।

https://www.facebook.com/dampotto.life

শেয়ারিং

জীবনের অনেক বিষয়েই জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর উপরে নির্ভর করা, তার সাথে শেয়ার করার ব্যাপারটা ভালো, সেটাই স্বাভাবিক। যখন আপনি আঘাতগ্রস্ত, আপনার হৃদয় ভারাক্রান্ত, আপনি একটু দ্বিধায় আছেন, বিপদে আছেন -- আপনার জীবনসঙ্গীর কাছে কথাগুলো খুলে বলা আপনার ভারকে হালকা করবে, এটাও ঠিক। কিন্তু সত্যি কথা হলো, সমস্ত ক্ষত, ব্যথা, বিপদ, যন্ত্রণা, অসহায়ত্ব, অশান্তি থেকে মানুষকে মুক্ত করার একমাত্র ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার হাতেই। জীবনসঙ্গী আপনার সাথে থাকবেন, আপনাকে এগিয়ে যেতে প্রেরণা দিতে পারবেন, আপনার ভালোর জন্য প্রাণভরা চাইতে পারবেন ঠিকই -- কিন্তু কল্যাণ ঘটানোর, উন্নতি আর মুক্তি দেওয়ার মালিক একমাত্র আমাদের রব, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা... 

দ্বীনের অর্ধেক

আপনার জীবনসঙ্গী কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ নন, সেটা আশা করাও উচিৎ নয়। কল্পনার নায়ক বা নায়িকা যাকে অনেক মানুষ গড়ে তোলে ছোটবেলা থেকে, তার সাথে বাস্তব কখনো মিল হয় না। আপনার স্বামী বা স্ত্রী একজন মানুষ, যিনি তার দ্বীনকে পরিপূর্ণ করেছেন আপনার সাথে বন্ধন গড়ে। আপনি তার পোশাকের মতন, তিনিও আপনার জন্য তেমন। দু'জনের বন্ধন একে অপরের পরিপূরক হবার মাঝে। কিন্তু কখনো ভাববেন না তিনি হবেন 'পরম ও পরিপূর্ণ'। 

মানুষটার কথা শুনুন মন দিয়ে। আপনার সাথে দেখা হবার আগে তার একটা জীবন ছিলো -- আপনার মতই যুদ্ধ করে বেড়ে ওঠা, অনেক অনুভূতির, অনেক স্পর্শকাতরতার, অনেক তিক্ত আর মধুর স্মৃতিভরা। তার জীবনটাকে শ্রদ্ধা করুন। শ্রদ্ধা ও সম্মান পাওয়ার শর্তও পৃথিবীতে তেমনি -- আগে নিজেকে করতে হয়। আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনী আপনার কারণে, আপনার অস্তিত্বের অনুপ্রেরণায় জগতের আর সব অশ্লীলতা থেকে সরে আছেন, থাকবেন -- তার প্রতি কোমল হওয়াও প্রয়োজন। 

আমাদের ভালোবাসাগুলো কিন্তু টেলিভিশনের পর্দায় দেখা বিশাল বিশাল বিষয়ের মাঝে নয়, বরং জীবনের নিত্যদিনের ছোট্ট ছোট্ট হাসির মাঝে, ভালোবাসার দু'টি বাক্যের মাঝে, অন্যের জন্য মন-শরীর-হৃদয় দিয়ে করা কাজগুলোর মাঝে জড়িয়ে থাকে। ভালোবাসুন, ভালোবাসাও কিন্তু এই জীবনযুদ্ধের প্রাত্যহিক কষ্টগুলোরই একটা অংশ। 

source : https://www.facebook.com/dampotto.life

কোমল ব্যবহার অপরিহার্য

জীবনসঙ্গীর সাথে সুন্দর ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন্তা করুন, তিনি প্রতিদিন আপনার জন্য কত কিছু করছেন যা হয়ত সবই তার দায়িত্ব নয়। আপনার প্রতি ভালোবাসা থেকেই তিনি শ্রম দিচ্ছেন, আপনার সন্তান ও আপনার আব্বা-আম্মার প্রতি ভালোবাসা ও কর্তব্য পালন করছেন। এই মানুষটা অবশ্যই আপনার সুন্দর ব্যবহার পাওয়ার দাবী রাখেন। রাগ হলে সংযত করে ফেলুন, বিরক্ত হলে তার সুন্দর গুণগুলোর কথা ভাবুন, এরপর আন্তরিকভাবে তাকে বলুন কেমন করলে আপনাদের সংসারটা আরো সুন্দর হবে। 

আমাদের ঈমানকে পূর্ণাঙ্গ করতে নম্র ও কোমল ব্যবহার থাকা অপরিহার্য এবং অত্যাবশ্যকীয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের মানুষটি এরকম সুন্দর বিষয়ই জানিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

♥ "যার চরিত্র যত সুন্দর এবং নিজ পরিবারের সাথে যার ব্যবহার যত নম্র ও কোমল, তার ঈমান ততই পূর্ণাঙ্গ এবং পরিপক্ক।" ♥ 
[তিরমিজী, হাকেম] 

জীবনসঙ্গিনীর গায়ে হাত কখনো তুলবেন না

যতই রেগে উঠুন জীবনসঙ্গিনীর গায়ে হাত কখনো তুলবেন না। এটা কাপুরুষতার লক্ষণ এবং বড় অন্যায়। এই মানুষটাই আপনাকে কত ভালোবাসায় সিক্ত করেন, তা মনে রাখবেন। সুন্দর করে বলুন, বুঝিয়ে বলুন। সে বুঝবে ইনশাআল্লাহ।

https://www.facebook.com/dampotto.life

সত্য কথা বলা

আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীকে কোন সত্য কথা বলা যদি অস্বস্তিকর হয়েও থাকে, তবু মিথ্যা বলার চেয়ে তা উত্তম। একটা কথা ভেবে দেখুন, আমাদের সম্পর্কগুলোর মূলে কিন্তু বিশ্বস্ততা আর পারস্পারিক শ্রদ্ধাবোধ। আপনার স্বামী বা স্ত্রী যদি আপনার সাথে সত্য বলেন সবসময়, আপনার প্রতি বিশ্বস্ত থাকেন -- আপনাদের সম্পর্কে চিড় ধরবে না ইনশাআল্লাহ, শয়তান আপনাদের মনে সহজে সন্দেহ সৃষ্টি করতে পারবে না।

মিথ্যা বলা একটি পাপ, আর প্রতিটি পাপ আরো অনেকগুলো পাপের জন্ম দেয়। এভাবে একটা মিথ্যা কথা আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়, জীবনসঙ্গী তো বটেই। আসুন, একটু অস্বস্তি, বিব্রতবোধ হলেও সত্য বলা থেকে আমরা পিছপা না হই। আল্লাহ আমাদের পরিবারগুলোর মাঝে রাহমাত দান করুন।

https://www.facebook.com/dampotto.life

কোমলতা

দাম্পত্য জীবনে ভালোবাসার প্রকৃত পরিচয় ব্যবহারে। আপনার জীবনসঙ্গীর প্রতি আপনি কতটা কোমল, মিষ্টভাষী -- তার মাঝে আপনার চরিত্রের সৌন্দর্য ফুটে উঠবে। দেখবেন, আপনার সঙ্গী/সঙ্গিনী আপনার কোমল কন্ঠের ভাষাটাই বেশি ভালবাসেন। রাগ দেখাবেন না, রূঢ় ভাষা সংযত করুন -- এগুলো সম্পর্ককে ধ্বংস করে। আন্তরিকভাবে এই চেষ্টা করা উচিত। একদিনে হয়ত পারা যায় না, কিন্তু এই ইচ্ছেটা আপনার আচরণগুলোকে সৌন্দর্যময় করতে পারে, ধীরে ধীরে আপনার ব্যবহার সুন্দর হয়ে উঠবে ইনশা আল্লাহ। কোমল আর বিনয়ী মানুষকে কেউ ভালো না বেসে পারে না। আপনার ভালোবাসার প্রকাশটাই আপনাকে ভালোবাসা এনে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কোমলচিত্ত, তিনি সবকিছুতে কোমলতাকে পছন্দ করেন।

https://www.facebook.com/dampotto.life

আপনার জীবনসঙ্গী ঘরে ফিরলে তাকে সুন্দর করে গ্রহণ করুন

হে আমার বিবাহিতা বোন, আপনার জীবনসঙ্গী ঘরে ফিরলে তাকে সুন্দর করে গ্রহণ করুন, অভ্যর্থনা জানান।

অফিসে যাওয়া, স্কুলে যাওয়া, বাইরে ভ্রমণে যাওয়া বা অন্য যা-ই আপনাদের দু'জনকে আলাদা করেছিলো, সেটা শেষ হয়ে যাবার পরে তাকে আন্তরিক ও সুন্দর একটি অভ্যর্থনা দিন যা তার মন ভালো করে দিবে, আপনাদের বন্ধনকে আরো গাঢ় করবে...

- দরজাটা নিজে খুলুন, আপনার মিষ্টি হাসিটি তাকে উপহার দিন।
- দু'জনের মাঝে শান্তিময় পরিবেশ সৃষ্টির জন্য আল্লাহর কাছে দু'আ চেয়ে তাকে বলুন, "আসসালামু আলাইকুম।" 
- সুগন্ধী বা পারফিউম ব্যবহার করে নিজেকে আকর্ষণীয় করে নিতে পারেন।
- আপনার জীবনসঙ্গীকে সুসংবাদটি তাড়াতাড়ি দিন এবং খারাপ সংবাদ থাকলে দেরি করে জানান।
- সৌহার্দপূর্ণ ভালোবাসার গলায় তার সাথে কথা বলুন।
- ফ্রেশ হয়ে নিতে তার প্রয়োজনীয় জিনিসগুলো এগিয়ে দিন।
- একটু কষ্ট করে তার জন্য সময়মত খাবারটি পরিবেশন করুন।
- আপনাদের দু'জনের আবার দেখা করিয়ে দেয়ায় আল্লাহর কাছে শুকরিয়া করুন দু'জন মিলে, আলহামদুলিল্লাহ। যারা কৃতজ্ঞ হয় আল্লাহর প্রতি, আল্লাহ তাদের প্রতি তার দানকে আরো বাড়িয়ে দেন।

https://www.facebook.com/dampotto.life

আমি তোমাকে ভালোবাসি

অনেক সময় বিয়ের পর থেকে জীবনের নিত্যদিনের নানান টানাপোড়েনের ফলেই হয়ত, কাছাকাছি থেকেও দু'জনের মাঝে যেন বিয়ের সেই প্রথম সময়ের মতন আনন্দের তরঙ্গ খেলে না। দু'জন যেন কিছু দায়িত্বপালন করতেই পাশাপাশি থাকা। আটপৌরে হয়ে যাওয়া এই সম্পর্কটাকে একটু অন্যভাবে দেখাই কল্যাণকর। জীবনসঙ্গীর প্রতি এমন সাদামাটা অনুভূতি তৈরি হওয়া কিন্তু অস্বাভাবিক নয়। নানান কারণে এমনটা হতেই পারে। তবে হ্যাঁ, নিজে থেকে ছোট্ট একটা উদ্যোগ নিতে পারেন। তার জন্য অন্যান্য দিনের চাইতে একটু অন্যরকম কিছু আয়োজন করুন, খুব সামান্য কিছু ভিন্নতা নিয়ে আসুন। হয়ত দু'জনে যখন খেতে বসলেন। অথবা,অন্য একটা সময় সে একটু সচেতন আপনার প্রতি, তখন তাকে বলুন, আপনি তাকে ভালোবাসেন। 

ভালোবাসার কথা জানাতে হয়, সংকোচের কিছু নেই। আপনি কি একটু মুখচোরা স্বভাবের? অথবা অন্তর্মুখী? তাতে কী? ভালোবাসার কথাটা জানিয়ে দিন প্রিয় মানুষটিকে, এমনকি পরিবারের অন্যান্য যাদের ভালোবাসেন তাদেরকেও জানিয়ে দিন। যখন আপনি আপনার জীবনসঙ্গীকে জানাবেন আপনি তাকে ভালোবাসেন, তিনি আরেকটু আত্মবিশ্বাসী হবেন, নিজের আরেকটু যত্ন নিবেন। এই অনুপ্রেরণা তাকে তার ভারগুলো বইতে সাহায্য করবে, আল্লাহর ইবাদাতে মন দিতেও উৎসাহ যোগাবে ইনশা আল্লাহ। অনেকসময় এই ভালোবাসার অনুভূতিটুকুও একটা শক্ত অবলম্বন হয় একটা মনের মাঝে। 

বিষয়টাকে হালকা করে নিবেন না, আপনাকে বা আপনাদের যে অনেক রোমান্টিক হতে হবে -- এটা এমন ব্যাপার নয়। এটা একটা প্রয়োজনীয়তা, আমাদের সবার জন্য। আল্লাহর জন্য যাদের ভালোবাসি আমরা, তাদেরকে জানাতে হয় ভালোবাসার কথা। আল্লাহকে ভালোবাসে যে অন্তর, সেই অন্তরের সেই বিশাল ভালোবাসা থেকেই অন্যদেরকে ভালোবাসা বিলিয়ে দিবো আমরা। যদি অনেকদিন না বলা হয়ে থাকে তবে আজই প্রিয়জনকে বলুন, ধরুন এভাবে বলতে পারেন,  

"একটা কথা শুনো, মন দিয়ে চুপ করে শুনতে হবে। কথাটা হলো.... আমি তোমাকে ভালোবাসি।"

https://www.facebook.com/dampotto.life

জীবনসঙ্গীর ভুলগুলো

অনেকেই মাঝে মাঝে জীবনসঙ্গীর ভুলগুলো সহ্য করতে গিয়ে বিরক্ত হয়ে যান। 'কেন তার এমন ভুল হবে, কেন যে বুঝে না' -- এরকম প্রশ্ন মনে জেগে ওঠে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, কোন মানুষ ' পারফেক্ট' নয় পৃথিবীতে, বিয়ের সময় কেউ আমরা নিখুঁত মানুষকে বিয়ে করিনা। আমরা সবসময় চেষ্টা করি নিজেদের উন্নত করার। স্বামী-স্ত্রী তো একজন আরেকজনের 'চাদর', একে অপরের দ্বীনের অর্ধেক, দ্বীনকে পূর্ণ করতে এই বন্ধন। দু'জন দু'জনের পরিপূরক। তাই, সঙ্গীর জন্য যতই কষ্ট করবেন, ভালোবাসা দেবেন, যত্ন নিবেন -- মূলত আপনি আপনার জন্যই কাজ করছেন, নিজেকেই সাহায্য করছেন। আল্লাহ তো আখিরাতে আমাদের প্রয়োজনের সময়টিতে জীবনে করে যাওয়া প্রতিটি ভালো কাজের বিনিময় দেবেন, আমাদের  সংসারটি হোক তখন মুক্তি পাওয়ার একটি মাধ্যম। আল্লাহ অভাবহীন, দয়াময়, প্রেমময়, ক্ষমাশীল; তার রাহমাতের ঝর্ণাধারা ঝরে পড়ুক আমাদের সংসারগুলোতে... 

কখনো কখনো একটু অনুপ্রেরণা জীবনটাকে একদম বদলে দেয়

দু'জনের জীবন মানেই নিজ নিজ কাজের ভার বয়ে নেয়া। তাই বলে অনেকদিন হয়ে গেছে, দু'জনকে চিনে গেছি বলে সব সাদামাটা হয়ে যাবে? বলুন তো, কাপড় ক'দিন পরার পর একটু নতুন করে ধুয়ে নিই না আমরা? তাতে সুগন্ধি লাগিয়ে নিই না? সম্পর্কটাকেও মাঝে মাঝে একটু ঝালাই করে নিতে হয়।

আপনার বর তো প্রতিদিন কতকিছুই করেন, কেনাকাটাও করেন। তার আনা যে জিনিসটা ভালো লেগেছে, একটু প্রশংসা করলে কী এমন হয়ে যাবে? আপনার স্ত্রী তো প্রতিদিন রেঁধেই চলেছেন আপনার জন্য। তরকারিটা ভালো লাগলো, স্বাদ করে খেতে খেতে একটু বলুনই না আপনার ভালো লাগার কথাটা...

কখনো কখনো সুন্দর একটু প্রশংসা, একটু অনুপ্রেরণা জীবনটাকে একদম বদলে দেয়, মোড় ঘুরিয়ে দেয় চিন্তার, ভালোলাগা আর ভালোবাসার বন্যা এনে দেয়। দেখবেন, হয়ত আনন্দে তার চোখে পানি এসে যাবে। মুছে দিতে গিয়ে বুঝবেন -- অল্প কিছুর মাঝেই কত আনন্দ মিশে থাকতে পারে... :)
https://facebook.com/dampotto.life

পৃথিবীর কেউ কিন্তু পারফেক্ট না

পৃথিবীর কেউ কিন্তু পারফেক্ট না। সঙ্গী বা সঙ্গিনীর দিকে তাকিয়ে দেখুন, হয়ত অমিল আছে, তার সীমাবদ্ধতাও আছে, কিন্তু তিনি আপনার জন্য যেটুকু করেন, সেটুকু নিখাদ আবেগের। সেই ভালোবাসাটুকু সাথে করে সেটুকুকে বড় করে দেখুন, আপনার মনটাও ভালো হয়ে যাবে। অনেক সময় আমাদের মনের দৃষ্টিভঙ্গিটুকুই আমাদের সুখ-দুঃখের কারণ হয়। ভালোটুকুর প্রতি মন দিন, সুখ খুঁজে পাবেন ইনশা আল্লাহ। শুধু তার জন্য একটা উপহার দেননি কতদিন হলো? দামী-কমদামী বিষয় নয়, শুধু একটা উপহার, যে উপহারটি শুধু সে ছাড়া আর কেউ দেখবে না, জানবেও না। কিন্তু আপনার জীবনসঙ্গী/সঙ্গিনী জানবেন সে আপনার কাছে অন্য সবার মতন নন, ব্যতিক্রম। আটপৌরে সম্পর্ককে মাঝে মাঝে পানি দিয়ে সতেজ করতে হয়। এইটুক উদ্যোগ আপনার জীবনে অনেক ভালো কিছু কল্যাণ এনে দেবে ইনশা আল্লাহ, আজই একবার কাজটা করেই দেখুন! 

চরিত্রবান নেককার স্ত্রী হলো আপনার জীবনের কল্যাণকর ও উত্তম সম্পদ

সম্পদ কি তা কি সবাই বুঝি? পুরুষেরা অনেক সময় সম্পদ অর্জনের জন্য এখানে-ওখানে খুঁজে অস্থির হয়ে যায়, নিজ ঘরের ব্যাপারে উদাসীন হয়ে পড়ে। টাকা-কড়িই কি কেবল সম্পদ? সেই সাথে বাড়ি-ঘর আর জমি-জমা-গাড়ি? শুধু অর্থসম্পদ কি আপনাদের সন্তানদের সুসন্তান করে গড়ে তুলতে পারবে? সন্তানেরা কার তত্ত্বাবধানে আর যত্নে বড় হয়, তা ভেবেছেন?

হে ভাই, জীবনসঙ্গিনীর ব্যাপারে ভেবে দেখেছেন? একটা পরিবারে একজন নারী হলেন সংসারের স্থপতি, তার হাতের নিবিড় পরিচর্যায় বড় হয় আপনাদের সন্তানেরা, যখন আপনি জীবিকার কাজে বাইরে ব্যস্ত থাকেন তিনি আগলে রাখেন সংসারটিকে। তিনি আপনার চিন্তাগুলোর প্রভাবক -- ভালো চিন্তা হোক, ভুল চিন্তা হোক, দুনিয়াবী চিন্তা হোক, আখিরাতের চিন্তা হোক। 

অল্প সম্পদকেও অনেক বেশি সম্পদ মনে হতে পারে যখন একজন ভাইয়ের জীবনসঙ্গিনী তার যা আছে সেগুলোতেই সন্তুষ্ট থেকে তাকে আল্লাহর উপরে ভরসা করে অর্থ উপার্জনের জন্য সাধ্যমতন চেষ্টাটুকু করতে উৎসাহ দিবেন। তখনই আপনার সবকিছু সুন্দর হবে, ছোট্ট ঘরটিকেও বড় মনে হবে, কষ্টের জীবনটিকেও আল্লাহর দেয়া পরীক্ষা হিসেবে সহনীয় আর কল্যাণকর হিসেবে খুঁজে পাবেন যখন দ্বীনদার স্ত্রী আপনার সঙ্গী হবেন এবং আপনিও যখন দ্বীনদার স্বামী হিসেবে তার যোগ্য জীবনসঙ্গী হবেন। 

প্রকৃত সম্পদ কী তা বুঝে নিতে তাই ভুল করবেন না যেন কখনো!! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

♥"সমগ্র পৃথিবীটাই সম্পদে পরিপূর্ণ। এর মধ্যে কল্যাণকর ও উত্তম সম্পদ হল চরিত্রবান নেককার স্ত্রী।"♥
[মুসলিম]

https://www.facebook.com/dampotto.life

বাইরে ঘুরে আসুন

জীবনসঙ্গী/সঙ্গিনীর সাথে অনেকদিন ধরে জীবনের অনেক সময় শেয়ার করা হয়ে গেলেও শেষ কবে শুধু দু'জনে মিলে একটু ঘুরতে বের হয়েছিলেন দু'জনে তা অনেকেরই মনে থাকে না। হয়ত অনেকদিনের সংসার, অনেক কাজ, অনেক ঘটনা আর অনেক টানাপোড়েনে খেয়ালই নেই এসব ভাবার। কিন্তু নিজেদের এই সম্পর্কটা ফুলে পানি দিয়ে তাজা করে রাখার মতন একটু জিইয়ে রাখতে হয়। অনেক কিছুর মাঝেও একটু সময় করে নিন, দু'জনে মিলে একটু বের হোন।একটু বের হয়ে ঘুরে আসুন একসাথে, অনেক খরচ করতে হবে না। শুধুই একটা পথ চলা একসাথে, কিছু গল্প, কিছু খুনসুঁটি... স্রেফ এইটুকুতেই হয়ত হৃদয়ে আনন্দের ফল্গুধারা বইতে পারে দু'জনার... আজই ভেবে দেখুন! :)